Thursday, April 29, 2021

Mag Pro Premium Blogger Template Free Download - premium blogger template download _bd-express.top

 Premium Blogger Template Free Download


সুখবর ! সুখবর !! সুখবর !!!

 আপনি কি প্রিমিয়াম ব্লগার টেম্পলেট খুচ্ছেন ? আর তাও আবার একদম ফ্রীতে। তাহলে আর দেরি না করে আমাদের ব্লগ সাইটে আসুন । ohh..!! sorry..!! sorry ..!!  আপনি তো ইতিমধ্যে-ই আমাদের ব্লগ সাইটে চলে-ই এসেছেন ।  আমাদের পক্ষ থেকে আপনাকে আপনার পছন্দের বা আপনি যে ব্লগার টেম্পলেট খুচ্ছেন সে-ই টেম্পলেট গুলো আমাদের সাইটে আসা করি নিশ্চয়ই পাবেন।  আর যদি কোনো টেম্পলেট না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার ফলে আপনার প্রয়োজনীয় টেম্পলেট বা থিম টা আমরা আপাকে উপহার হিসেবে দিতে পারি যেন । 

Free Download Mag Pro Premium Blogger Template Free


Premium Template Free Download
MagPro Premium Template Free Download


MagPro Premium Template Free Download

আপনি ভাবতে পারেন কেন আমি এতো সব লিখছি সরাসরি টেম্পলেট টা দিয়ে দিলেই তো হয়  ??   প্রকৃত পক্ষে এই যে, আমাদের ইচ্ছা থাকলেও আমরা বা আমাদের টিম আপনাকে সরাসরি দিবে না । কারন আপনি নিজেও দু-ই টাকা ইনকাম করার জন্য আমাদের সাইটে এসেছেন। আর ঠিক তেমনি আমরাও দু-টাকা ইনকাম করার জন্য এই ব্লগ সাইট ব্যবহার করছি। এই জন্য কিছু নিয়ম - কানুন আমাদের মানে এককথায় সবাই কে এই নিয়ম কানুন মেনে চলতেই হবে । আর এই জন্য এতো বক...বক  করছি।

Mag Pro Premium Blogger Template Free

About Template - থিম সম্পর্কে  

প্রকৃত পক্ষে যে, সকল প্রিমিয়াম থিম সব সময় ভালো-ই হয়ে থাকে। আর প্রিমিয়াম থিম বা টেম্পলেট ব্যবহার করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আর এই কিছু সুযোগ সুবিধা আপনাদের কাছে তুলে ধরা হলো । 


•  SEO  এর জন্য প্রিমিয়াম থিমের কোনো জবাব-ই নেই । প্রিমিয়াম  থিম সব সময় SEO করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। 


•   ব্লগারে প্রিমিয়াম থিম  ব্যবহার ফলে Adsense Approval এর সম্ভাবনার পরিমাণ দিগুণ বেড়ে যায়।

 Premium Blogger Template Free download 

•   ব্লগারে প্রিমিয়াম থিম  ব্যবহার ফলে Adsense Ads কোনো প্রকার প্রবলেম হয় না ।  সেটা auto ads  হোক বা  manual ads। 


•   ব্লগার এর Page Speed এর পরিমাণ বেড়ে যায়। 


•   তার থেকে বড় কথা যে ব্লগার কে প্রফেশনাল ব্লগের রুপ দেয়। 

•   Automatic  আপনার ব্লগারের  Footer Credit  আপনার নিজ ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন ।  

Mag Pro Premium Blogger Template Free


এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, এই  প্রিমিয়াম থিম ব্যবহার এর ফলে । 


তাহলে আর দেরি না করে Download করে ফেলুন ব্লগার টেম্পলেট। 



  Template  Download করার নিয়ম 

1. সবার প্রথমে নিচে লেখা Download লেখার উপর ক্লিক করুন। 

2. এর পর আপনাকে Redirect করে অন্য পেজে নিয়ে যাবে। 

3.  সেই অন্য পেজে গিয়ে নিচে Scroll Down বা আর্টিকেলের নিচে গিয়ে দেখতে পাবেন Download Link 

4. সেখান থেকে আপনি অনা হাসে Template টি Download করতে পারবেন (ইনশাআল্লাহ) । 


MagPro Premium Template Free Download

[ Demo File ] [ Download File ]

Saturday, April 17, 2021

 বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন -bd express | বিডি এক্সপ্রেস

বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন bd-express.top
বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন

বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন


বোকা লোক বা যে লোক কিচ্ছু বুঝে-ও বুঝে না। 
আর এমন লোকদের চেনার কিছু উপায়, নিচে দেওয়া হলো। 

বোকা মানুষ চেনার প্রথম লক্ষন

আপনি কি জানেন বোকা লোকদের প্রথম এবং সব থেকে বড় লক্ষণ হলো, একই কাজ বারবার করা কিন্তু প্রতিবার নতুন কিছু ফল পাবার আশা করা । আপনি কি এরকম কাউকে চেনেন ? যে প্রতিবার পরিক্ষার রুটিন দেওয়ার পর পরীক্ষা শুরু হওয়ার আগে শেষের তিন চার দিন খাওয়া ঘুম সব উড়িয়ে দিয়ে, দিন রাত করে ভালো রেজাল্ট করার চেষ্টা করে । আর এই সময়ই প্রতিবার সে এটা প্রতিজ্ঞা করে যে, পরের বার সে একদম বছরের শুরু থেকেই একটু একটু করে রোজ পড়বে, যাতে শেষ মুহূর্তে এসে তাকে নাকে, মুখে এক করে পড়তে না হয় । কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর, পরের বছর আবার সেই অবস্থায় রয়ে যায়। সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর পর । সেই আবার রুটিন দেওয়ার পর শেষে তিন চার দিন খাওয়া ঘুম উড়িয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করা । 

বোকা মানুষ কাকে বলে ? 

সে কিন্তু নিজেও জানে যে এভাবে শেষে তিন চার দিন পরে ভালো রেজাল্ট করা যায় না । তার জন্য সারা বছর একটু হলেও নিয়মিত পড়তে হয় । কিন্তু তবু বোকার মতো বার বার সে একই কাজ করে চলে । কিন্তু প্রতিবার নতুন ফল আশা করে । আচ্ছা আপনি কি এরকম কাউকে চেনেন ? যে কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়া অচেনা কারোর সাথে দিনরাত এক করে চ্যাটিং করতে করতে তার প্রেমে পরে গিয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে শুরু করে । আর তারপর কিছুদিন পর যখন তার সেই স্বপ্নটা ভেঙে যায় তখন সে বুঝতে পারে , যে হুট করে অচেনা একজন মানুষকে বিশ্বাস করে তাকে নিয়ে এত কিছু ভেবে ফেলাটা ঠিক হয়নি । কিন্তু কয়েকদিন পর আবার সেই একই কাজ করে চলে । আবার নতুন একজন জোটে, আর সেভাবে, এবার সেরকম কিছু হবে না । কিন্তু আগের মতোই কিছু হয় ।


 কিন্তু তবু সে নিজেকে শুধরে নিতে পারে না । 

অর্থাৎ বোকার মতো বার বার সে একই কাজ করে চলে । কিন্তু প্রতিবার নতুন ফল আশা করে । 


দ্বিতীয় লক্ষণ, বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন

 বোকা লোকদের দ্বিতীয় সব থেকে বড় লক্ষণ হলো সকল 

ক্ষেত্রেই বলে যে৷, আরে ভাই আমার সব জানা আছে । আপনি কি এরকম কাউকে চেনেন ? যেমনঃ আপনি পৃথিবীর যে বিষয় নিয়ে কিছু বলতে যাবেন না কেনো সে আপনাকে এরকম একটা হাফ ভাব দেখাবে যে , সেই বিষয়ে অলরেডি আপনার থেকে অন্তত বেশি জানে । উদাহরণ স্বরূপ বলতে,  একজন লোক হয়তো তার টাকা পয়সা বাজে ভাবে খরচ করে । আর তাই ইনভেস্ট করার ভালো কোনো একটা শেয়ার মার্কেট খুঁজছে । কিন্তু সে শেয়ার মার্কেট সম্পর্কে কোনো ধারণায় নেই। 

আপনি তাকে সাহায্য করার জন্য যদি তাকে কিছু বলতে গেলেন , এবার সে কিন্তু শেয়ার মার্কেটের ব্যাপারে কোন বই পড়া তো দূরে থাক শেয়ার মার্কেট কিভাবে কাজ করে  ? সেই ব্যাপারেও পরিষ্কারভাবে জানে না ।  কিন্তু আপনি কিছু বলার আগেই সে বলতে শুরু করে আরে আমি এই টা জানি ঐ টা জানি। আমায় শেখানো লাগবে না, কোনো সাহায্য করা লাগবে না । নিজের চক্রায় নিজে তেল দেও। 


কারা বা কোন মানুষ বোকা ? 

সত্য কথা এটাই যে, ষোল আনা যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার মধ্যে আপনি কখনো অহংকারের লেশমাত্র খুঁজে পাবেন না । কারণ যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে জানে যে তার জ্ঞান আসলে কতটা সীমিত ।  ঠিক এই কারণেই স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন যে, " আমি যা জানি তা যদি আকারে একটা জলবিন্দুর সমান হয় তবে, আমি যা জানি না তা হল আকারে সমুদ্রের সমান "।  


বোকা লোক চেনার তৃতীয় লক্ষণ

 বোকা লোকদের তৃতীয় লক্ষণটা হলো, প্রশ্ন না করে অন্ধের মতো বিশ্বাস করা । এমন লোকদের যে যা বলে সে এক কথায় বিশ্বাস করে নেয় । কখনো প্রশ্ন করে একটা সত্যতা যাচাই করার কষ্ট করে দেখে না । উদাহরণ স্বরূপ একজন লোক সে হয়তো দাড়ি না গজানোর সমস্যায় ভুগছে । তো তাকে কেউ একটা বললো যে এই তেলটা ব্যবহার করলে মাত্র এক সপ্তাহে দাড়ি গজিয়ে যাবে ।  আর সেও সাথে সাথে তেল কিনে নিয়ে এসে ব্যবহার শুরু করে দিলো । তেলটা কেনার আগে তেলটার গায়ে যে কিছু  লেখা আছে মানে তেলটা যে,  কি কি দিয়ে তৈরি সেগুলো আদৌ দাড়ি গজাতে সাহায্য করে কিনা তার কোনো scientific evidence আছে কিনা এসব কিছু জানার জন্য সামান্য উপযুক্ত প্রমাণ করার কষ্ট টুকুও সে করলো না । 


কোন মানুষ বোকা কিছুই বুঝে না

কেউ একজন বলল আর সাথে সাথে অন্ধের মত বিশ্বাস করে ব্যবহার  শুরু করে দিল । আর এক সপ্তাহ পরে তার দাঁড়ি হয়তো গজালো না, কিন্তু মুখে গোটা গোটা  ব্রণ ঠিক গজিয়ে গেল । বা তার কোন  বন্ধু এসে হয়তো তাকে বুদ্ধি দিল এই প্ল্যাটফর্ম এ টাকা লাগা, ছয় মাসের মধ্যে  ডবল টাকা ফেরত পাবি ১০০% গ্যারান্টি।  আর সে তার বন্ধুর কথায় বিশ্বাস করে ঐ প্ল্যাটফর্ম এর ব্যাপারে কোনো কিছু না জেনে বা কোন খোঁজ খবর না নিয়ে, এমনকি অফারটার ডকুমেন্ট টাও একবারের জন্যও চোখ বুলিয়ে না পড়ে, সাথে সাথে নিজের কাছে জমানো যত টাকা ছিল সব টাকা সেই প্ল্যাটফর্ম টাতে ইনভেস্ট করল  ।  তারপর ছমাস পর জানতে পারলো টাকা ডবল তো দূরে থাক পুরো টাকা সহ প্ল্যাটফর্ম টি গুম হয়ে গেছে । 

আমাদের আরেকটি সাইটে পড়ুন;  অনুপ্রেরণার গল্প 

 এভাবে বোকার মতো নিজের সেই  বন্ধুর কথায় অন্ধের মত বিশ্বাস করে সে নিজের সমস্ত জমানো টাকা হারালো


যদি এই ব্লগ টি তোমার কাছে  ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেয়ার করতে ভুলবেন না।


আমাদের আরও একটি সাইট; WeBangali.Com

Wednesday, April 14, 2021

শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সফল হবার পাঁচটি উপায়(Recommended) Success Story Bangla - BD Express

 সফল ও অনুপ্রেরণার গল্প - Success Story Bengali


শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সফল হবার পাঁচটি উপায়(Recommended) Success Story Bangla - BD Express
শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সফল হবার পাঁচটি উপায়

আজ আমি পাঁচটা সফল হওয়ার উপায় তোমাদের সাথে শেয়ার করব! 

এক নাম্বার ডিসিপ্লিন বা শৃঙ্খলা

 ডিসিপ্লিন বা শৃঙ্খলা এমন একটা শব্দ যেটা আমাদের সফলতা  এর ভিত তৈরী করে । যেকোনো সফল মানুষকে দেখে নাও, সে বড় ব্যাবসায়ী হোক কিংবা বড় খেলোয়াড় ,বা  বড় আর্টিস্ট বা কোনো টপার  হোক না কেন। সে তার লাইফ এ একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা অবশ্যই অনুসরণ করে । আর এই ডিসিপ্লিন বা শৃঙ্খলা শুধুমাত্র সফলতার ভিত তৈরী করে না, বরং সফল হয়ে যাওয়ার পরে সেটাকে ধরে রাখতেও অনেক সাহায্য করে । এরকমও অনেক উদাহরণ আছে । যারা সফল হয়ে যাবার পরে লাইফ এ শুধুমাত্র ডিসিপ্লিন বা শৃঙ্খলা এর অভাবে আবার সব কিছু হারিয়ে ফেলেছে । 


সকালে ঘুম থেকে টাইম এ ওঠেএবং সবাই সবার ধর্মীয় কাজ শেরে, ব্যায়াম বা শরীর চর্চা করা হোক । কিংবা আজকের কাজ আজকেই করব এই মন মানষিক নিজের মধ্যে ধরে রাখা হোক । এই সবকিছুই কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা এর মধ্যেই পড়ে । একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা জীবন এর মধ্যে এছাড়াও আরও অনেক কিছু পরে । যেগুলো তোমরা আশা করি প্রত্যেকেই জানো । তাই যে মানুষ তার নিজের লাইফে ডিসিপ্লিন বা শৃঙ্খলা থাকে । তার সফল হওয়ার চান্স এবং সফলতা ধরে রাখার চান্স এই দুটোই কিন্তু অন্যদের থেকে একটু হলেও বেড়ে যায় । এবার বলি

দুই নাম্বার বলতে না পারার ক্ষমতা 

সফল হতে চাইলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে না বলতে শিখতে হয় । সবার আগে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে । তার মধ্যে একটা জিনিস তোমরা অনেকবার শুনেছো , সেটা হলো তুমি হাজার চেষ্টা করলেও সবাইকে খুশি করতে পারবে না । কিন্তু দু নম্বর জিনিসটা তোমরা কারোর মুখে খুব একটা শুনে থাকবে না ।  কিন্তু  সেটাও সমানই গুরুত্বপূর্ণ । সেটা হলো তুমি হাজার চেষ্টা করলেও নিজের মনকে সব সময় খুশি করতে পারবে না । তাই আমাদের যেমন মাঝে মাঝে আমাদের ওপর দিকে থাকা কিছু মানুষকে না বলতে শিখতে হবে । তেমনি মাঝে মাঝে নিজের মন টা কেও না বলতে শিখতে হবে । একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই দুরকম না বলার ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই । 


সফলতা ও অনুপ্রেরণার গল্প

ধরো তোমার পড়ার টাইমে তোমার একটা বন্ধু তোমাকে ফোন করে বলল , আরে এত পড়ে কি করবি ? আজকের মতো  পড়াশোনা রাখ । চল একটু আড্ডা মেরে আসি ।  কিন্তু তোমার পড়াটা সেদিন খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে তুমি যদি তোমার বন্ধুকে খুশি করতে চাও তাহলে পড়াশোনা সেদিনকার মতো শেষ করে দিয়ে তার সাথে যেতে হবে ।  তাই এক্ষেত্রে তোমাকে না বলতে শিখতে হবে । কিন্তু এই না বলাটা অনেক সহজ। 

 কঠিনটা এবার আসবে। তুমি তোমার বন্ধুকে না বলে দিলে সে রেখে দিলো । এবার যেই তুমি পড়তে বসলে একটু পরে তোমার মন তোমাকে বলতে লাগলো এতো পড়ে কি হবে ? এখন একটু পড়াটা বাদ দে , চল একটু মোবাইল ঘাটি । এক্ষেত্রে কিন্তু না বলাটা বেশ কঠিন । কিন্তু তুমি যদি এই ক্ষেত্রে একবার না বলতে শিখে যাও , তাহলে কিন্তু বাইরের লেবেলে না বলাটা তোমার কাছে কোন ব্যাপারই থাকবে না । আশা করি তোমরা নিজের সাথে পুরো ব্যাপারটা রিলেট করতে পারছ । তাই যেখানে তোমার ক্যারিয়ার, হেলথ, ইমোশন, ফিউচার ক্ষতি হবে বলে তুমি মনে করবে সেখানে না বলতে শিখে যাও । সেটা বাইরের লেবেলে হোক কিংবা নিজের মনের এর লেভেলে এ হোক  । 

তিন নাম্বার কমফোর্ট জোন বা আরাম দায়ক

কমফোর্ট জোন আর সফল  এই দুটো কিন্তু সম্পূর্ণ দুই জিনিস । হয় আমরা কমফোর্ট জোন কে বেচে নিয়ে আরাম করতে পারি । না হয় আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে একশন নিতে পারি, এবং সফলতা  এর পথে এগিয়ে যেতে পারি। আর কমফোর্ট জোন এর মধ্যে বসে থাকা মানে কিন্তু শুধু ফিজিক্যাল কিছু  নয় । অনেক সময় আমরা কোন একটা কাজকে করে দেখার আগে মন এর লেভেল এ হেরে যাই বা ভয় পেয়ে গিয়ে সেই কাজটা করার রিস্কই নিই না । আবার অনেক সময় আমরা ফিজিক্যাল লেভেলে কঠোর পরিশ্রম করতে ভয় পাই । যদিও সেটাও মন মানষিক  এর কমফোর্ট জোন থেকেই তৈরি হয় । কিন্তু যে কোন সফল ব্যক্তি কে মানুষকে দেখলে বুঝতে পারবে তারা নিজের লাইফ এ বারবার কমফোর্ট জোন কে ব্রেক করে । তারা বার বার নিজেকে একটু বেশি উন্নতি  করে, নিজেকে  আরেকটু বেশি প্রচেষ্টা দেওয়ার জন্য । 


যুব শক্তির অনুপ্রেরণার গল্প

আর এই করতে করতে তাদের কমফোর্ট জোন এর বৃত্ত টা অনেক বড় হয়ে যায় । তুমিও যদি সফলতা এর পথে অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে চাও, তাহলে আজই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু কঠোর পরিশ্রম করো।


 নাম্বার চার  কিছু করার আগে এক্সপার্ট এর পরামর্শ নেওয়া

 সফল ব্যক্তি-রা  যখন দেখে যে একটা কাজে তার যতটা বুদ্ধি  লাগানোর ক্ষমতা ছিল, সে লাগিয়ে ফেলেছে তবুও সে সফল হচ্ছে না । তখন তারা সরাসরি করে, কাজ দেওয়ার আগে সেই ফিল্ডের একজন এক্সপার্টের থেকে পরামর্শ অবশ্যই নেয় ।  একটা ছোট্ট উদাহরণ দিই , ধরো তুমি তোমার বাড়ির দেওয়ালে একটা পেরেক পুঁতবে ।  তো অনেকক্ষণ ধরে হাতুড়ি নিয়ে পেড়েকটা পোঁছার চেষ্টা করছো। পেরেক বেঁকে কিন্তু কিছুতেই পেরেক দেওয়ালের ভেতরে ঢুকছে না । তুমি সব রকম পেরেক এবং সব রকম হাতুড়ি দিয়ে চেষ্টা করে ফেলেছো , সাধারণ মানুষ হলে কি করবে তখন তা ছেড়ে দেবে ? 

একবার এটা বোঝার চেষ্টা করেছো,যে পেরেক বেঁকে যাচ্ছে কিন্তু কিছুতেই পেরেক দেওয়ালের ভেতরে ঢুকছে না । তুমি সব রকম পেরেক এবং সব রকম হাতুড়ি দিয়ে চেষ্টা করে ফেলেছো ।  সাধারণ মানুষ হলে কি করবে হার মেনে নেবে। আর এতক্ষণ ধরে তার করা খুটিনাটি  বেকার হয়ে যাবে । কিন্তু  সফলতা  মেন্টালিটির মানুষেরা কি করবে ? সেই কাজে এক্সপার্ট  একজনকে নিয়ে এসে দেওয়ালটা দেখাবে । হয়তো দেখা যাবে তোমার মাথায় যেটা আসেনি তার মাথায় সেটা আসবে । সে হয়তো দেওয়ালটা ভালোভাবে দেখে খুঁজে বার করবে । যে তুমি যেখানে এতক্ষণ ধরে পেরেক পোঁতার চেষ্টা করছিলে সেখানে একটা পিলার আছে ।  তাই এতবার পেরেক এবং হাতুড়ি বদলেও তুমি সফল হতে পারছিলে না । সে কি করবে তার থেকে কয়েক ইঞ্চি দূরে তোমাকে পেড়েকটা পোতার পরামর্শ দেবে । আর তোমার কাজটা সব হয়ে যাবে । এটা একটা ছোট্ট উদাহরণ ছিল । 


 উদাহরণ টা দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে, যখন দেখবে কোনো একটা কাজে বিভিন্নভাবে চেষ্টা করার পরেও তুমি সফল হতে পারছো না, তখন হাল ছেড়ে দেওয়ার আগে একবার অন্তত কারোর পরামর্শ অবশ্যই নিও । কে বলতে পারে হয়তো সফলতা তোমার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরেই রয়েছে । 


 নাম্বার পাঁচ ধৈর্য ধারণ 

সবকিছু করার পরেও যদি আমাদের মধ্যে ধৈর্য্য না থাকে, তাহলে সফলতা ঠিক আমাদের পাশ ঘেঁষে বেরিয়ে যাবে । আমরা কিন্তু সেটাকে ধরতে পারবো না, রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য ধরতেই হবে । আর একটা কথা তো আমরা ছোট থেকেই শুনে আসছি যে ধৈর্যের ফল কিন্তু সব সময় মিষ্টিই হয় । তাই সফল হতে গেলে আমাদের ধৈর্য ক্ষমতা কিন্তু বাড়াতেই হবে । 


এই ব্লগ টি পড়ে তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর একটি শেয়ার করবেন, যেন এই ব্লগ টি অন্য সবাই পড়তে পারে। আজ এতটুকুই আবারও শীঘ্রই কথা হবে অন্য একটি ব্লগ নিয়ে। 





Tags: Positive stories bangla, Motivational story in bengali, Success story in bengali,Positive story in bengali, Educational story in bengali, Failure story in bengali, Bangla motivation, যুব শক্তির অনুপ্রেরণার গল্প, সফলতা ও অনুপ্রেরণার গল্প, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

আমাদের আরও একটি সাইট; WeBangali.Com

Monday, April 12, 2021

সফলতা ও অনুপ্রেরণার গল্প (WeBangali.com-উপদেশ ও অনুপ্রেরণার গল্প)

Bangla Best Inspiration Story সফলতা ও অনুপ্রেরণার গল্প

সফলতা ও অনুপ্রেরণার গল্প bd-express.top
Bangla Inspiration and Motivational Story

শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

 হয়তো কেউ একবার খুব দামি একটা কথা বলেছিল যে , চাঁদ কোনদিনও আমাদের কানে কানে এসে বলে না, যে আমি কতটা সুন্দর । বরং আমরা নিজেরাই বুঝে যাই যখন সেই চাঁদের জ্যোৎস্না এসে আমাদের চারপাশে পড়ে । 


আজ থাকছে ছোট একটা গল্প আপনাদের জন্য । গল্পটা এক রাজ্যে থাকা এক পন্ডিত ব্যক্তির। এবং সে এতটাই ছিল বিদ্বান ছিল যে , দেশ বিদেশ থেকে বিভিন্ন রাজ্যের রাজারা তার কাছে জ্ঞান লাভের জন্য আসতো । পন্ডিত যে রাজ্যে থাকত সে রাজ্যের একটা নিদিষ্ট স্থানে প্রত্যেক দিন সভা বসত ।সেই সভায় পন্ডিত মশাই ও রাজামশাই সহ বাকি সদস্যরা উপস্থিত থাকতেন । প্রত্যেক দিনের মতো এমনই একটা দিনে সভা বসে সেখানে পন্ডিত, রাজা সহ সবাই উপস্থিত ছিল। এবং একটা সময় পরে সেই সভা সমাপ্ত হলো। এবং পন্ডিত মশাই উঠে দাঁড়ায় বাড়ি যাওয়ার জন্য । ঠিক সেই সময়তেই রাজামশাই পিছু ডেকে পন্ডিত মশাইকে জিজ্ঞাসা করেন । পন্ডিত মশাই আমি আপনাকে আজকে কিছু একটা বলতে চাই যে , আপনি এত বিদ্বান প্রকৃতির মানুষ, আপনার মধ্যে জ্ঞানের এতো ভান্ডার রয়েছে কিন্তু আপনার ছেলে এত মূর্খ কেন ? 

রাজা মহশাইয়ের কথা শুনে পন্ডিত বলে কেন রাজামশাই আমার ছেলে কি করেছে যে আপনি তাকে মূর্খ বলছেন । রাজা বলে কারণ আমি তাকে যতবারই সোনা আর রুপোর মধ্যে থেকে যেটা সব বেশি দামী সেটা বাঁচতে বলি প্রত্যেক বারই সে রুপোটাকে বেছে নেয় । রাজার এই কথা শুনে রাজসভার প্রত্যেকেই হু হু করে হেসে ওঠে । পন্ডিত মশাই তো খিল্লি উড়ে গেছে। লজ্জায় সে কি করবে সেখান থেকে বিদায় নেয় বাড়িতে চলে যায় । বাড়িতে গেছে সেখানে ছেলে জল নিয়ে বাবাকে জল দেবে জল গ্রহণ করবে।  যখন ছেলে গ্লাসে করে জল নিয়ে এলো তখন বাবা বললো। 


 তুই আগে আমাকে বল যে সোনা, রুপোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি দামি ? ছেলে বিদ্যুতের গতিতে জবাব দেয় যে,   সোনা সবচেয়ে দামী  ? তখন তার বাবা বলে যে, তাহলে তুই রাতসভাতে গিয়ে কেন বলিস ? যে রূপ সবচেয়ে বেশি দামী। ছেলে বলে আসলে হয়েছে কি বাবা আমি যখন প্রত্যেক দিনই বিদ্যালয় থেকে ফিরি তখন আমি দেখি রাজামশাই বিভিন্ন বিদ্যান লোক নিয়ে, বিভিন্ন সপ্রতিষ্ঠ লোকেদের নিয়ে একটা সভা বসায় খোলা জায়গাতে । সভা বসায় তো সেখানে বিভিন্ন গণ্যমান্য লোকেরা আসে, রাজামশাই কি করে আমাকেও সেখানে ডেকে নেয়। এবং ডেকে নিয়ে প্রত্যেক দিনই আমাকে শুধু একটা কাজ দেয়। নিজের দুটো হাতের মধ্যে এক হাতে সোনা রেখে দেয়, আর এক হাতে, রুপো রেখে দেয় । এবং বলে যে কোনটা সবচেয়ে বেশি দামী সেটা তুমি তুলে নিয়ে যাও । তো আমি প্রত্যেক দিন-ই  রুপোটাকে তুলে নিই । সেখানে যারা বাকি সদস্যরা থাকে হো হো করে হেসে ওঠে আমাকে দেখে । তখন আমি কিছু বলতে পারি না , সেটাকে নিয়ে বাড়িতে চলে আসি । 


তখন তার বাবা বলেন আচ্ছা তুই যখন জানিস যে রুপোর থেকে সোনা সবচেয়ে বেশি দামী , তাহলে তুই রুপো টাকে-ই তুলিস কেন বল আমায় ? 

ছেলে কিছু  না বলে তার বাবাকে নিয়ে ঘরের ভেতরে চলে  যায় ।  এবং ছেলে বলে এসো আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। ছেলে তার বাবাকে  ভেতরে নিয়ে যায় এবং সেখানে বড় মত একটা সিন্দুক ছিল সেটাকে খুলতে বলে ছেলে বাবাকে । যখন খোলে তখন তার বাবার চোখ ছানা বড়া হয়ে যায় । বাবা দেখতে পায় যে, সিন্দুকে প্রচুর রুপোর মুদ্রারা রাখা ছিলো । এই সব দেখে বাবা বলে এগুলো কি ? ছেলে বলে এগুলোই তো সেই রুপোর কয়েন , যেগুলো আমি রাজার কাছ থেকে প্রত্যেক দিনই নিয়ে আসি । এই কথা শুনে পন্ডিত মশাই যা বোঝার বুঝে যায় । 


যুব শক্তির অনুপ্রেরণার গল্প

ছেলে তখন বলে যে , বাবা আমি প্রত্যেক দিনই সোনা রুপোর  কয়েনর মধ্যে রুপোর কয়েন নিই এই কারণে যে , যদি আমি সোনার কয়েন রাজা মশাইয়ের  হাত থেকে তুলি নিই তাহলে সেদিনই খেলাটা বন্ধ হয়ে যাবে । ফলে একটি সোনার কয়েন নিলে হয়তো  হাজারো রুপোর কয়েন পেতাম না।তাই আমি সোনা রুপোর মধ্যে রুপো টাকে বেছে নিই প্রত্যেক বার।

এই কথা শুনে তো পন্ডিত মশাই বুঝে গেছে যে৷ তার ছেলে প্রচন্ড রকমের তীক্ষ্ণ ও বুদ্ধি সম্পূর্ণ  । 

পন্ডিত মশাইয়ের ছেলের এই কথাটা আর পেটে চেপে রাখতে পারেন না ।  পরের দিনই চলে গেছে রাজার দরবারে । সেখানে গিয়ে ছেলেকে নিয়ে গেছে, ছেলে যখন রাজাকে সমস্ত কথাটা জানালো এবং বলল যে, রাজা মশাই, আমি প্রত্যেক দিনই আপনার হাত থেকে রুপোর কয়েন নেই এই কারণে যে , আমি যদি কোনদিন সোনার কয়েন তুলে নিতাম তাহলে আপনি হয়তো  সেদিনের  পর থেকে আর আমায় ডেকে নিয়ে বলতেন না যে, কোনো দুটো কয়েনের মধ্যে একটি কয়েন বেছে নাও। 


 রাজামশাই এই কথা শুনে খুব খুশি হয়। আর এই ছেলের এই কথার কারণে খুশি হয়ে সারা রাজ্যে  ঘোষণা করে দেয় যে , সেই সবচেয়ে বেশি বিদ্বান, পন্ডিত, চালাক,চত্বর জ্ঞান সম্পূর্ণ ছেলে । এবং আরও রাজামশাই বলে , পন্ডিতের বিদ্যান অনুযায়ী তার  এমন ছেলেই পন্ডিতের ছেলে হবার জন্য  একমাত্র যোগ্য । এবং রাজামশাই  খুশি হয়ে  তাকে একটা বড় বাক্সে করে সিন্দুক ভর্তি  করে তাকে  স্বর্ণের কয়েন  উপহার হিসাবে দেয় । 


এই সব ছোট ছোট  গল্প আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে, বন্ধু আপনার মধ্যে যদি সামর্থ্য থাকে বা অসীম ক্ষমতা থাকে তাহলে সেটা কোনোদিন কারোর কাছে বলার দরকার নেই বা  নিজেই মুখ ফুটে কোনো দিনও বলতে যাবেন না । কারণ যখন সময় আসবে সেদিন-কে আপনার বিশেষ ক্ষমতা টা আপনা-আপনিই গোটা পৃথিবী জেনে যাবে । হয়তো আমার কথা আপনি কিছু টা হলেও বুঝতে পেরেছেন। একটা কথা আছে বাংলায় যা আমি গল্পের প্রথমেই বলে দিয়েছি  যে , চাঁদের জ্যোৎস্না আর সূর্যের আলো বা তেজ কোনদিনও চেপে রাখা যায় না । সেটা একদিন না একদিন বেরিয়ে আসে । তেমন ভাবেই যদি আপনার অসীম বা বিশেষ ক্ষমতা থাকে, তাহলে  সেটার সম্পর্কে অন্যের কাছে বলার দরকার নেই । কারণ জীবনে একদিন সফলতা  আসবেই, আর সেই দিনকেই গোটা পৃথিবী জেনে যাবে বা বুঝতে পারবে তোমার অদৃশ্য ক্ষমতার ব্যাপারে। 


 যদি আপনার জীবনে সংঘর্ষ থাকে তাহলে , আপনি নিজের উপরে গর্ব বোধ করুন।  কারণ যার জীবনে সংঘর্ষ নেই তার জীবনে সফলতা বা সফলতার যে আনন্দ বা শান্তি কিছুই আর থাকে না।  আর তখন সে জীবনে সফল হয়েও  সফলতার সুখ ভোগ করতে পারে না । 

আমরা বাঙালী ব্লগের পক্ষ থেকে আমি অন্তর। এই গল্প টি তোমার কেমন লাগলো তা কমেন্টে করে জানাবে। কারণ তোমার একটি কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা স্বরুপ। ভালো থেকে আর ভালো রেখো 



Tags: Positive stories bangla, Motivational story in bengali, Success story in bengali,Positive story in bengali, Educational story in bengali, Failure story in bengali, Bangla motivation, যুব শক্তির অনুপ্রেরণার গল্প, সফলতা ও অনুপ্রেরণার গল্প, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

আরও অনুপ্রেরণা মূলক গল্প পড়তে এখানে ক্লিক করুন

Friday, April 2, 2021

অনুপ্রেরণামূলক গল্প(Motivational Story Bangla) উপদেশ মূলক গল্প সমূহ[সফলতা ও অনুপ্রেরণার গল্প]
অনুপ্রেরণামূলক গল্প(Motivational Story Bangla) যুব শক্তির অনুপ্রেরণার গল্প
একটি শিক্ষনীয় ও অনুপ্রেরণার গল্প

সফলতা ও অনুপ্রেরণার গল্প

  দুজন ব্যাক্তি একটা খালের ধারে বসে মাছ ধরছিল । ওই খালের  পানিতে নিজেদের ছিপ ফেলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর,  প্রথম ব্যক্তির ছিপে একটা বড় মাছ আটকায়। সে সেই মাছ টাকে ধরে খুবই আনন্দিত হয়। সে মাছটাকে তার কাছে থাকা একটা থলিতে  রেখে দেয় আর আবার পানিতে ছিপটা ফেলে দেয় ।আবারও ছিপে মাছ উঠে তা দেখে লোক টি খুব আনন্দিত ছিল।


শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

 জীবনেও আমরা এমন কিছু কাজ করে থাকি । দেখা যায় তখন অনেক সহজেই আমাদের কাছে অনেক বড় আনন্দের রেজাল্ট চলে আসে। আমাদেরও উচিত ওই প্রথম ব্যক্তির মত সেই সফলতার আনন্দের সঙ্গে এনজয় করা । কিন্তু সেই আনন্দে ভেসে না গিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে হবে।

গল্পের যে দ্বিতীয় ব্যক্তিটি ছিল সে অনেকক্ষণ ধরে ছিপ ফেলে অপেক্ষা করা সত্ত্বেও,  তার ছিপে কোন মাছ উঠেনি। আর এইটা  দেখে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিটিকে বলেছিল যে, আমি তোয়ায় মাছ ধরতে কি সাহায্য করব ?   কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি সরাসরি তাকে না বলে দিয়েছিল ।এরপর প্রথম ব্যক্তিটি আর কিছু বলেনি। সে আবার নিজের মাছ ধরাই ব্যস্ত হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আবারও অনেক বেশ কিছু ছোট ছোট মাছ ছিপে উঠেছিল। 


কিছু শিক্ষনীয় কথা

 আমাদের জীবনেও সব সময় কিন্তু প্রথম ব্যক্তির মত রেজাল্ট আমরা পাই না ।  অনেক সময় আমরা অনেক প্রচেষ্টা করার পরেও আমাদের হাতে কোন রকম রেজাল্ট আসে না । তখন আমাদের উচিত,  সেই কাজের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ  কোনো মানুষের সাহায্য নেওয়া । কিন্তু আমরা অনেক সময় নিজের ভেতরকার অহংকারের কারণে অন্য কারোর থেকে সাহায্য নিতে স্বচ্ছন্দ বোধ করি না ।  আমরা যখনই কোন স্বপ্ন দেখি বা কোন লক্ষ্য স্থির করি আর যখন সেই লক্ষ্যের জন্য কাজ শুরু করি ।  তখন এই প্রকৃতি কিন্তু বারবার আমাদের কাছে কিছু মানুষকে পাঠিয়ে দেয় , যারা আমাদের এই স্বপ্নের জার্নিতে সাহায্যকারী হতে পারে । 

অনেক সময় এটা ডাইরেক্টলি আবার অনেক সময় এটা ইনডাইরেক্টলি হয়। কিন্তু আমরা আমাদের মনের মধ্যে তৈরি থাকা বিশ্বাস সিস্টেমের চশমা পড়ে থাকি বলে , তাদেরকে দেখতে পাই না । আর অনেক সময় দেখতে পেলেও আমরা অহংকারের কারণে সাহায্য নিতে বা পরামর্শ নিতে চাই না ।


 কিন্তু সফল হতে গেলে আমাদের এই চশমাকে খুলে ফেলে, অহংকার কে মন থেকে দূর করে ফেলতে হবে । আর সফল মানুষদের থেকে শিখতেই হবে। তারা শেখাতে না আসলে আমাদের নিজে থেকে তাদের কাছে শিখতে যেতে হবে । আর বুদ্ধিমান ব্যাক্তিরা কিন্তু এটাই করে থাকে। 


যখন দ্বিতীয় ব্যক্তির ছিপে মাছ উঠে ছিল

  অনেক খুন পরে গল্পের দ্বিতীয় ব্যক্তির ছিপে কয়েক টা বড় বড় মাছ উঠে ছিল। কিন্তু  সে সেই মাছ গুলোকে দেখছিল আর কিছু একটা ভাবছিল।  আর আবার সেই মাছ গুলোকে  খালের পানিতে ছেড়ে  ছেড়ে দিচ্ছিল । এই দেখে প্রথম ব্যক্তি তাকে জিজ্ঞেস করে যে , আপনি কেন এমন করছেন ?  দ্বিতীয় ব্যক্তি সে উত্তর দেয় যে , আমার ধরা মাছ গুলো সাইজ অনেক বড় । আর এই বড় মাছ গুলো রান্না করার মতো আমার কাছে তেমন কোনো বাসন নেই । সেই জন্য আমি এই বড় মাছ গুলোকে জলে ফেলে দিচ্ছি। আর আমার  কাছে থাকা বাসনের সাইজ অনুযায়ী কোন ছোট মাছের জন্য অপেক্ষা করছি । 

আর গল্প পড়তে এখানে ক্লিক করুন 

এই দ্বিতীয় লোক টা থেকে আমরা যা শিখতে পারি


এই দ্বিতীয় লোক টা থেকে আমরা শিখতে পারি ,মনে করো এখানে দ্বিতীয় ব্যক্তির ছিপে ধরা পড়া একেকটা বড় বড় মাছ আমাদের জীবনের আসা একেকটা বড় বড় সুযোগের মতো । যেগুলো আমাদের প্রত্যেকের জীবনে বারবার আসে না। আমরা কঠোর পরিশ্রম করে সুযোগ গুলো তৈরি তো করি ।  কিন্তু আমরা ওই দ্বিতীয় ব্যক্তির মতই এক এক করে সুযোগকে নষ্ট করে ফেলি।  কেন নষ্ট করে ফেলি ? নষ্ট করে ফেলি, কারণ আমাদের মধ্যে নিজেদের নিয়ে এমন কিছু বিশ্বাস সিস্টেম তৈরী হয়ে আছে, যাতে যখন আমাদের কাছে সেই সুযোগ আসে আমরা সেগুলোকে নিজেদের শক্তি অনুযায়ী ম্যাচিং করার চেষ্টা করি । আর যখন দেখি যে আমাদের দক্ষতা অনুযায়ী , আমাদের ক্ষমতা অনুযায়ী ,  কিংবা আমাদের বর্তমান অবস্থার অনুযায়ী সেই সুযোগগুলো একটু বেশি বড়ো । আমরা সেগুলোকে সাথে ফিট করতে না পেরে নষ্ট করে ফেলি ।

 কখনো আমাদের অবস্থা অনুযায়ী আমাদের শক্তি অনুযায়ী সুযোগ আসবে, তার জন্য আবার অপেক্ষা করি। 


 গল্পে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি কে বলেছিল যে , তোমার কাছে যদি বড় মাছ রান্না করার মত বাসন না থাকে, তাহলে তুমি বড় মাছ কে টুকরো টুকরো করে কেটে তারপর রান্না করতে পারো । আর যদি মন করতে ওই বড় বড় মাছ গুলোকে বাজারে বিক্রি করে, তুমি নিজের জন্য একটা বড় বাসন কিনতে পারতে । 

যুব শক্তির অনুপ্রেরণার গল্প

এখান থেকে আমরা কি কি শিখতে পারি ? আমাদের কাছে যখন এমন কোন সুযোগ আসবে, যেগুলো আমাদের এই মুহূর্তে নিজেদের শক্তি অনুযায়ী অসম্ভব বলে মনে হবে , অনেক কঠিন বলে মনে হবে , তখন আমরা সুযোগ গুলোকে ছেড়ে না দিয়ে , সেই সুযোগ কে ছোট ছোট করে স্বপ্নে ভাগ করে নিতে পারি ।  তারপর সেই এক একটা ছোট ছোট স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে পারি। যাতে ছোট ছোট স্বপ্ন গুলোর সংযোগে  একটা বড় স্বপ্ন  হয়ে যাবে ।


এই গল্পের সবচেয়ে বড় যে শিক্ষাটা হলো যে,  সুযোগ কখনো আমাদের স্ট্রেন্থ আর সিচুয়েশন অনুযায়ী আসে না । আমাদের বুঝতে হবে যে সুযোগটা প্রকৃতি আমাদের দিয়েছে । আর আমরা নিশ্চয়  এটাকে কাজে লাগাতে পারবো বলেই , প্রকৃতি আমাদের এই কাজ টি দিয়েছি । আর এর জন্য চাই সঠিক মাইন্ড সেট , সঠিক প্ল্যানিং আর একটু খানি রিস্ক নেওয়ার ক্ষমতা । তাহলেই আমাদের জীবন টা আমরা নিজে-রাই বদলে ফেলতে পারবো ।


আমরা বাঙালী ব্লগের পক্ষ থেকে আমি অন্তর। এই ব্লগ টি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে   অবশ্যই  একটা শেয়ার করে দিও । আর এর সাথে কমেন্ট করতে ভুলে যেওনা  , কারন তোমার একটি কমেন্ট আমাদের কাছে অনুপ্রেরণা স্বরুপ ❞



 Tags: Positive stories bangla, Motivational story in bengali, Success story in bengali, Positive story in bengali, Educational story in bengali, Failure story in bengali, Bangla motivation, Motivational Story Bengali, Inspiration Story bangla, Bengali Advice Story, যুব শক্তির অনুপ্রেরণার গল্প,সফলতা ও অনুপ্রেরণার গল্প,শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

আমাদের আরও একটি সাইট;  WeBangali.Com

Tuesday, March 16, 2021

একটি সফলতা ও অনুপ্রেরণার গল্প Two Point Zero Motivation Website | অনুপ্রেরণার গল্প 2.0

  সফলতা ও অনুপ্রেরণার গল্প

সফলতা ও অনুপ্রেরণার গল্প
শিক্ষনীয় গল্প-উপদেশ মূলক গল্প

যুব শক্তির অনুপ্রেরণার গল্প

বন্ধু আর যাই কিছু হোক না কেন কোনদিন ভয় পাবে না।  যদি ভয় পেয়ে একবার তুমি পিছিয়ে আসো , তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই যখন তোমার মন দুর্বল হয়ে যাবে তখন এক বারের এই কথাটা একবার মাথায় আনবে ।  জো ডার-গায়া তো মার গায়া । 


সাহস এমন একটা জিনিস যেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । হ্যাঁ!!  সাহস এমন একটা জিনিস যেটা তোমার হারকে জয়ে বদলে দেবে । সাহস এমন একটা জিনিস যেটা তোমার অসফলতাকে সফলতায় বদলে দেবে । আর যদি তুমি একবার ভয় পেয়ে যাও , তাহলে তোমার সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে ।

 বস তুমি কি জান , ভয় তোমাকে ভাঙতে শেখায় আর সাহস তোমাকে গড়তে শেখায় । আর এই ভাঙা-গড়ার মাঝখানে দাঁড়িয়ে আছো তুমি । তাই তোমাকেই ডিসাইড করতে হবে যে , তুমি পিছিয়ে আসবে নাকি এগিয়ে যাবে ? আর যদি পিছিয়েই আসতে হয় , তাহলে বাঘ যেমন শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য পিছিয়ে আসে ঠিক তেমনই পিছিয়ে আসো । 


কিন্তু তারপর যখন ঝাঁপিয়ে পড়বে , তখন যেন সমস্ত কিছু তোমার হাতের নাগালের  মধ্যে চলে আসে । মনে রাখবে৷,  জীবন কিন্তু একটা আর এই জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না ।  যে সময় আজকে চলে যাচ্ছে সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। বা আমাদের লাইফে কোনো বাটানো নেই যে আমরা সেটাকে ইউজ করে আবার সবকিছু একদম শুরু থেকে নতুন করে শুরু করতে পারবো ।  তাই ভয় না পেয়ে এগিয়ে এসো ।  সাহসকে পাশে নিয়ে শুরু করে দাও । তোমার লড়াই ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ সফলতার দোরগোড়ায় তুমি পৌছতে পারছো । 


শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

তুমি একবার হারবে দুবার হারবে তিনবার হারবে কিন্তু বারবার চেষ্টা করার পর , একবার তুমি জিতবেই জিতবে । সব সময় মাথায় রাখবে বন্ধু, জীবন কোন ভাগ্যের খেলা নয় , জীবন কর্মের খেলা । যেমন কর্ম করবে ঠিক তেমনি ফল পাবে । ভাগ্যের দোহাই না দিয়ে কাজ করতে শুরু করে দাও ।  তারপর যখন তুমি সেই কাজের যোগ্যতা অর্জন করবে তখন আল্লাহ বা ভগবান তোমার সফলতা গিফট  হিসাবে তোমার হাতে তুলে দেবে । তখন তুমি তোমার বিজয় এর ট্রফি  নিয়ে রোড শো করবে।   যদি তুমি এখন একজন পরাজিত ব্যাক্তি হয়ে থাকো তাহলে ভয় পেয়ো না । শুধু মনে মনে সাহস রেখে প্রস্তুতি নিতে থাকো এবং নিজেকে কথা দাও ,

 যে ভালো সময় আসতে চলেছে আর এই ভালো সময় আমি নিয়ে আসবো । তো বস শুধু নিজেকে একবার হিরো মনে করে দেখো ।  দেখবে আশে পাশের মানুষ গুলো মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে।  আর যদি তুমি আজকে নিজেকে জিরো মনে করো তাহলে আশে পাশের মানুষ গুলো হিরো হয়ে  ঘাড়ের উপরে চাপবে । 


 তাই বলবো সব কিছু  তোমার উপরে নির্ভর করে আছে । তুমি একবার চেষ্টা করে দেখলে সব কিছুই সম্ভব । তাই সমস্ত ব্যথা , যন্ত্রণা , দুঃখ , হার , পরাজয় সবকিছু বুকের মধ্যে চেপে রেখে আবারও নতুন সকালের পিছনে ছুটে চলো । একদিন দেখবে ঠিকই সফলতা তোর হাতের নাগালের মধ্যে নিমিষেই চলে আসবে। তো বন্ধু আর দেরি না করে ঝাপিয়ে পর তোমার লক্ষ্যের দিকে , আর এগিয়ে যাও সফলতার শিকরে। আর সব সময় মনে রাখবে যে পরিশ্রম করে সে কখনো হারতে পারে না।  হারে তো তারায় যারা পরিশ্রম না করে সুযোগ খুযে বেড়াই। এখন তুমি যদি এমন হয়ে থাকো তাহলে এখনই নিজেকে পরিবর্তন করে ফেলুন। নয়তো পরবর্তীতে আপনার নিজের - ই  ক্ষতি হয়ে যাবে। 


 এই ব্লগ সাইটেরর  পক্ষ থেকে অনতর, বন্ধু হিসেবে তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, শুধু এই ব্লগ টি তোমার বন্ধুদের মাঝে  শেয়ার করে দিও । আর কমেন্ট বক্স এ লিখতে ভুলো না আপনার স্পেশাল মন্তব্য। 


Tags: Positive stories bangla, Motivational story in bengali, Success story in bengali, Positive story in bengali, Educational story in bengali, Failure story in bengali, Bangla motivation, যুব শক্তির অনুপ্রেরণার গল্প, সফলতা ও অনুপ্রেরণার গল্প, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প, শিক্ষনীয় গল্প, উপদেশ মূলক গল্প

আমাদের আরও একটি সাইট ; WeBangali.Com

Friday, March 12, 2021

আবেগি ভালোবাসার গল্প ( Valobasar Romantic Golpo ) রোমান্টিক  ভালোবাসার গল্প | Love Express

আবেগি ভালোবাসার গল্প Romantic Golpo, Bangla Love Story 

Valobasa Romantic Golpo, আবেগি ভালোবাসার গল্প
আবেগি ভালোবাসার গল্প Romantic Golpo

গল্পটা আমার আর রিদয়ের 

সবার আগে বলে রাখি, বর্তমানে আমার হাসবেন্ড একজন মাজিস্ট্রেট আর আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা । আমি এখন আমি বলব আমার আর রিদয়ের বিয়ের আগের গল্প।

আমার এই গল্প টিতে প্রধান  "রোমান্টিক কাহিনি"  ছিল  আমাদের প্রথম সাক্ষাৎ !!

Romantic Valobasar Golpo 

আজ থেকে প্রায় এক থেকে দের বছর আগে, আমি স্কুটি চালিয়ে স্কুল থেকে বাড়িতে যেতে ছিলাম। হঠাৎ একজন লোক মোবাইলে কথা বলতে বলতে আমার স্কুটির সামনে এসে পরে। আমি ব্রেক কসতেই আমার স্কুটির সাথে ধাক্কা লেগে লোক টির হাত অনেক টা  কেটে ছুলে যায়। আমি স্কুটি থেকে নেমে লোক টি কে জিজ্ঞেস করি আপনি ঠিক আছেন তো ..? [ তার আগে বলে রাখি যকে আমি লোক লোক বলে যাচ্ছি, সে আর কেউ নয় আমার হাসবেন্ড রিদয়।]

Romantic Valobasar Golpo 

আমিঃ আপনি ঠিক আছেন .? 

রিদয়ঃ আমি তো ঠিক আছি,তার আগে তোমার লাইসেন্স দেখায়।

আমিঃ লাইসেন্স মানে,? আপনার হাত কেটে রক্ত ঝরছে সেটা তো আগে ট্রিটমেন্ট করতে হবে।

রিদয়ঃ তার আগে তোমার লাইসেন্স দেখাও আমায়। নয়তো আমি পুলিশ কে কল করব।

আমিঃ আ/রে আপনি-ই তো হুট করে আমার স্কুটির সামনে এসেছেন, আমি ব্রেক কসার সুযোগ টাই পাইনি। আর আপনিই এখন আমায় দোসা রুপ করচ্ছেন।

রিদয়ঃ এতসব কথা শুনার ইচ্ছা নেই আমার। আপনার ডিটেইলস দেন তাহলে, নয়তো পুলিশ কে কল করব।

আমিঃ আপনি কি আমায় পুলিশের ভয় দেখাচ্ছেন .? 

রিদয়ঃ একদম না!! তোমার ডিটেইলস দিবে না কল দিব।

আমিঃ যাকে খুশি তাকে কল দেয় দেখি কে কি করে। (কিছু খুনের মধ্যে পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই।) 

রিদয়ঃ ওই দেখ পুলিশ আসছে, এখনো ভালো ভালোই করে বলে দেও আমি যা জিজ্ঞেস করছি। তোমারলাইসেন্স আছে। 


Romantic Valobasar Golpo

আমিঃ আসলে গ্রামের রাস্তায় লাইসেন্সর তেমন কোনো প্রয়োজন হয় না, তাই লাইসেন্স করা হয় নি।

রিদয়ঃ বিবাহিত না অবিবাহিত .? 

আমিঃ অবিবাহিত !! 

রিদয়ঃ বয়ফ্রেন্ড.?? 

আমিঃ দেখ এই সব আমার  প্রার্সোনাল বিষয়।তুমি এই সব প্রশ্ন করতে পার না।

রিদয়ঃ কি কর /আর  পুলিশ প্রায় চলে এসেছে,।

আমিঃ আমার কোনো বয়ফ্রেন্ড নেই,আমি একজন টিচার। এবার হয়েছে। 

রিদয়ঃ হয়েছে, এবার তুমি যেতে পার প্রয়োজন হলে আবার ডাকবো। ( ভালোবাসার কষ্টের গল্প কাহিনী ) 

আমিঃ তার আগে বলেন আপনি কে.?? এত খুন ধরে আমার মাথা খেতে ছিলেন। 

আরও পড়ুন ; হার না মানার গল্প


ঠিক তখনই দেখি দুই টা পুলিশের গাড়ি এসে তার কাছে দাঁড়ায়।আর রিদয় কে স্যার স্যার বলে ডাকছে। তখনই আমি বুঝে গেছি রিদয় হয়তো কোনো সরকারি অফিসার। আর এমনকি তার পোশাক দেখে-ই বোঝা জেতে ছিল। এরপর রিদয় গাড়িতে উঠে চলে যায়। এরপর দেখতে দেখতে প্রায় এক মাস মতো কেটে গেল। 


একদিন হঠাৎ আবারও রিদয় কে আমার স্কুলে দেখতে পাই।সেইদিন সে আমাদের স্কুল পরিদর্শন করতে এসেছিল। আর সেই দিন-ই রিদয়ের সম্পর্কে জানতে পারি যে সে এক জন মাজিস্ট্রেট। আমি তখন ক্লাস নিতে ছিলাম। রিদয় আমার ক্লাস রুমে আসে,আর কিছু ছাত্র ছাত্রী দের প্রশ্ন করে চলে যায় । আর আমায় ডাকে,আমি একটি লজ্জাজনক ভাবে তার কাছে যায় আর তাকে বলিঃ কেমন আছেন স্যার, হাতের চোটের দগটা এখনো ভালো করেই বোঝা যাচ্ছে। রিদয়ঃ হ্যাঁ  এখন আমি ঠিক আছি.!! আচ্ছা  তোমার ফাইল টা আমি দেখেছি যে,তোমার জব টা পার্মানেন্ট না। আমিঃ হ্যাঁ, আসলে কিছু দিন আগে আমার বাবা  মা-রা যায়।আর তারপরে আমি এখানে জয়েন করি।আমি উপর পর্যায়ে দরখাস্ত করেছি। রিদয়ঃ আমি সেখান থেকেই আসছি।তোমার পরিবারে কে কে আছে.? আমিঃ  আমরা দুই বোন আমি ছোট, বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। আর আমি বিবিএ এর তৃতীয় বর্ষে পড়াছি।

ঠিক আছে আমি নিজেই তোমার ফাইল টা দেখব।  আমিঃ ধন্যবাদ স্যার। এভাবেই কেটে গেল আরও কিছু দিন।


 Romantic Valobasar Golpo 


আমার নামে একটি চিঠি এসেছিল, চিঠিতে লেখা ছিল আমার টিচারের চাকরি টি পার্মানেন্ট হয়ে গেছে। আর এর পেছনে ছিল রিদয়।রিদয় যদি আমায় সাহায্য না করত তাহলে হয়তো কাজ টি এত দ্রুত হতো না।এজন্যই আমার বাসায় মাজিস্ট্রেট সাহেব কে ডেকেছি।সেইদিন সন্ধ্যার দিকে আমার বাসায় আসে।আমি তাকে সালাম দিয়ে আমার বাসায় স্বাগতম জানায়। এরপর তার সাথে কথা বলার জন্য বাসার সাদে যায়। 

আরও পড়ুন ; ভালোবাসার কষ্টের গল্প


আমিঃ আপনাকে কি বলে ধন্যবাদ জানাব ভেবে পাচ্ছি না। আপনি আমায় সাহায্য না করলে কাজ টি এত দ্রুত হতো না। 

রিদয়ঃ ঠিক আছে,ঠিক আছে। যেমন তেমন ভাবেই ধন্যবাদ জানালেই হবে। ( স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প) 

আমিঃ তাই,আসলে এই চাকরি টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারন বাবা মারা যাবার পরে, এই সংসার টা চালানোর জন্য আর আমার লেখা পড়া করার খরচ জোগানের জন্য চাকরি টা আমার খুবই প্রয়োজন  ছিল। 

রিদয়ঃ  আমি বুঝতে পেরেছিলাম তাই সাহায্য করেছি তোমায়।আচ্ছা তোমার বয়ফ্রেন্ড-টয়ফ্রেন্ড কি আছে নাকি। 

আমিঃ বয়ফ্রেন্ড/ই তো নেই। তবে অনেক জন আমায় প্রপোজ করেছিল আর আমারও কিছু ছেলেদের  পছন্দ করতাম। কিন্তু কখনো কাউকে ভালোবাসি নি।শুধু লাভ এট ফাস্ট সাইড করেছি। 


Romantic Valobasar Golpo 

রিদয়ঃ সবই বুঝলাম.!! আছা আমার ক্ষিদে পেয়েছে। 

আমিঃ আগে বলবেন তো নিচে চলেন।আমি নিজেই রান্না করেছি। 

এরপর খাওয়া দাওয়া শেষ করে রিদয় চলে যায় আমার বাসা থেকে। (ভালোবাসার ছোট গল্প কাহিনী) ষ কথা হয়।এরপর আর কোনো কথা বা তার সাথে দেখা হয়নি।


একদিন হঠাৎ দেখি আমার বাসায় কয়েক জন অচেনা লোক  এসেছে।আমি প্রথমে ভেবেছিলাম অন্য কেউ হবে। পরে আমি রিদয় কে দেখতে পাই। এরপর রিদয় আমার কাছে এসে বলে , তুমি আমায় বিয়ে করবে.?? আমি তো এই শুনে অবাক হয়ে গেছি, আর নিজের কান কেউ বিশ্বাস করতে পারছি না।আমি কোনো কিছু না ভেবেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিই।


আরও পড়ুন ; অনুপ্রেরণার গল্প


আর এর কিছু দিন পরেই আমার আর রিদয়ের বিয়ে হয়।আর এভাবেই আমাদের দুজনের গল্প চলতে থাকে। 


Romantic Valobasar Golpo 


গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্য গল্পটি শেয়ার করবেন। 


Tags: ভালোবাসার ছোট গল্প,রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী,আবেগি ভালোবাসার গল্প,ভালোবাসার কষ্টের গল্প কাহিনী,Breakup love story Bangla,Bangla Love Story Shayari,Sad love story bangla,Breakup love Story Bangla 

আমাদের আরও একটি সাইট; WeBangali.com এই সাইটে বিভিন্ন ধরনের ছোট বড় গল্প কাহিিন যেমন, অনুপ্রেরণা, উপদেশ,শিক্ষনীয় গল্প আছে । 

Tuesday, March 9, 2021

Valobasar Golpo | Bangla Romantic Golpo[আবেগি ভালোবাসার গল্প]গল্পটি আমার আর হেনার

 New Bangla Love Story | আবেগি ভালোবাসার গল্প

আবেগি ভালোবাসার গল্প Valobasar Golpo | bd-express.top
Valobasar Golpo | আবেগি ভালোবাসার গল্প

ভালোবাসার ছোট গল্প কাহিনী

ছেলে এবং মেয়েটির গল্প যেন  ভালোবাসার মতো .. 
গল্প টা আমার আর হেনার।Bangla Romantic Golpo

 আজ থেকে প্রায় দুই বছর আগে , যখন আমি আর হেনা ক্লাস ১০ এ/তে পড়তাম । আর আমরা দুজনেই একই স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম।একদিন প্রাইভেট  পড়তে গিয়েছিলাম সেখানে , আমি বসে ছিলাম হেনার পাশের বেঞ্চে।হেনা জানালার পাশে বসে ছিল। হঠাৎ করে হেনার দিকে চোখ পড়ল , হেনা কে দেখতেই আমার মনের মাঝে কেমন করে উঠল। সূর্যের আলো জানালা দিয়ে এসে সরাসরি হেনার চুলের উপর পড়েছে। সূর্যের আলোতে হেনার চুল রেশমি রঙের হয়ে গেছে। আমি হেনা কে দেখে সম্পূর্ণ ক্রাশ খেয়ে যায়। আর আমি মনে মনে ভাবছি যে, এত দিন ধরে হেনা কে আমি হয়তো ঠিক করে দেখিই নি। মনে হচ্ছে হেনা কে আজ কে-ই আমি প্রথম দেখছি। Bangla Romantic Golpo 


মনে মনে বললাম আজ থেকে হেনা কে যেভাবেই হোক ইমপ্রেস করতেই হবে । Bangla Romantic Golpo 

এই ভেবে পরের দিন একটু পরিপাটি হয়ে প্রাইভেট এ চলে গেলাম। সেখানে গিয়ে একটু ঝারি ঝুটটা মার লাম,কিন্তু কোনো লাভই হলো না ।  হেনা  একবারও আমার দিকে তাকায় না।তবুও আমি হার মানি নি।কারন আমি হার মানতে শিখি নি।তাই আমি আর ও বেশি করে চেষ্টা করতে থাকি।আর সুযোগ খুজতে থাকি যে, কি করে হেনার সাথে কথা বলা যায়।কিন্তু হেনা মটেও আমার মতো ছিল না। হেনা ছিল চুপচাপ সে অপ্রয়োজনে কাররোর সাথেই কথা বলত না।এজন্য আমিও হেনার সাথে ঠিক করে কথা বলতেই পারি নি।এভাবেই চলতে থাকে অনেক দিন। কিন্তু আমার কোনো ইমপ্রুভই হলো না। তাই আমি আর তেমন হেনার সামনে জেতাম না।

রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী

হঠাৎ দেখি হেনা কয়েক দিন ধরে প্রাইভেট পড়তে আসছে না।এজন্য আমারো প্রাইভেট এ জেতে ইচ্ছে করে না।কিন্তু বাড়ি থেকে আমায় চাপ দেয় যে,প্রত্যেক দিন পড়তে যেতে হবেই।এজন্য মন না টিকলেও আমি প্রাইভেট এ জেতাম। এভাবেই পাঁচ দিন হয়ে গেল।পাঁচ দিন পরে দেখি হেনা আবারও পড়তে আসছে। হেনাকে স্যার জিজ্ঞেস করে, "হেনা কেমন ঘুরলে তোমার বড় আপার বাসায় ? " হেনা বলে,  "খুব ভালো স্যার " এরপর স্যার বল যে, হেনা তুমি কয়েকদিন আসনি, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ নোট লিখে দিয়েছি তুমি ওদের থেকে নিয়ে নিও।

আমার ব্যাচের মধ্যে আমিই রেগুলার পড়তে আসতাম।তাই স্যার আমাকে বলল, তোমার নোট টা হেনাকে দিবে ও লিখে নিবে, আর স্যার হেনাকে বলল"হেনা কোনো কিছু না বুজলে তুমি ওর কাছ থেকে বুঝে নেবে।ঠিক আছে !! 


আমার মনে তো খুশিতে ভরে উঠেছে। পড়া শেষে হেনা আমায় ডেকে বলছে, কোথায় তোমার নোট টা আমায় দেয়। আমি আমার নোট খাতা তাকে দিয়ে দিলাম। আর হেনা কে বললাম কোনো সমস্যা হলে আমায় বলবে, যেমন কোনো লেখা বা অংক গুলো না বুঝলে বুজেছো। হেনা বলল,ঠিক আছে।

 Bangla Romantic Golpo 

হেনা বলল যে,আজকে আমার বন্ধবী আসে নি তাই একটু আমার সাথে বাজার পর্যন্ত হেটে যাবে ? আমি হেনার এই কথা শুনে অবাক হয়ে গেলাম,আর হেনাকে বললাম ঠিক আছে, তাহলে  চল যায়। আমি ভাবতেও পারি নি যে হেনা আমার সাথে এই ভাবে কথা বলবে।

হেনা আমায় জিজ্ঞেস করল,তুমি একটা সত্যি কথা বলবে আমায়। 

আমিঃ কি কথা বল  !!! 

হেনাঃ আগে বলল যে, তুমি সত্যি বলবে তো। 

আমিঃ আচ্ছা ঠিক আছে সত্যিই বলব,এখন তো বল।

হেনাঃকয়েক দিন আগে তুমি আমাকে দেখিয়ে ঝারি নিতে তাই না।

আমিঃ ঝারি মানে ঠিক বুজলাম না।

হেনাঃ মানে তুমি আমায় ইমপ্রেস করতে চাই ছিলে। 

আমিঃ কি বলছ এই সব আমি কেন তোমায় ইমপ্রেস করতে চাইব।

হেনাঃ তা আমি কি করে বলব,তুমি এই সব করেছো তুমিই ভালো যাno যে তুমি কেন এমন করেছো! 

আমিঃ হয়তো কোথাও তোমার ভুল হহচ্ছে।

 

হেনাঃ না আমি তোমায় প্রতিনিয়ত নজরে রাখতাম, আর আমি  দেখেছি যে,তুমি আমার দিকে বেশি ভাগ সময় থাকিয়ে থাকতে ।


আমিঃ সত্যি !! আচ্ছা তাহলে এর মানে তো তুমিও ঘুরে ঘুরে দেখতে তাই না। 

হেনাঃ হ্যাঁ.... দে.এ.খ...তাম তো ...? 

আমিঃ তো আবার কি.. কিছুই না, আচ্ছা তুমি আমার ফ্রেন্ড হবে.? 

হেনাঃ কি.. গাল ফ্রেন্ড ? 

আমিঃ আর/এ না না শুধু ফ্রেন্ড। 

হেনাঃ ওহ !!  আমি শুনেছিলাম গাল_ফ্রেন্ড হবে নাকি।

আমিঃ কানে হয়তো একটু বেশিই শুনো মনে হয়। ফ্রেন্ড হবে৷ আমার .? 

হেনাঃ গাল_ফ্রেন্ড  হবো _না _শুধু  ফ্রেন্ড  ? 

আমিঃ তোমার যেই টা ভালো লাগে, তুমি শুধু ফ্রেন্ড ও হতে পারো 

আবার,গাল_ফ্রেন্ড হলেও আমার কোনো প্রবলেম নাই। এখন তুমি দেখো যে,তুমি আমার কি হবে !! 

 Bangla Romantic Golpo 

হেনাঃ এই যে হ্যাঁলো..!!  প্রথম দিনেই এত দূর,একটু অপেক্ষা তো  কর। এখনো দিন তো আরো  পড়েই আছে  । 

আমিঃ ওকে  .!! আমি অপেক্ষা করব এর জন্য। 

হেনাঃ বাই ., ভালো থেকো,। 

আমিঃ হাম, সাবধানে বাড়ি যেও,বাই।

ভালোবাসার কষ্টের গল্প কাহিনী

সেই দিন রাতে দেখি আমার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। কল টি রিসিভ করি, আর আমি শুনতে পাই 

হ্যালো... আমি হেনা বলছি। আমিঃ কোন হেনা ঠিক চিনতে পার লাম না। আ/এ আমি হেনা আজ কে ফ্রেন্ড হলাম আর আজকেই আমাকে ভুলে গেলে। আমইঃ ওহ সরি সরি,এবার চিনেছি। কেমন আছো.? ভালো আছি, আর তুমি .? আমিও  ভালোই আছি,তো কি মনে আমায় ফোন করেছ। কেনো ফোন করা মানা না কি.?  না এমনিই জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমার নাম্বার পেলে কোথায় ..?  নিজের নোট খাতায় ওতো  বড় করে নাম্বার লেখা থাকলে তো আমি নাম্বার পেতেই পারি।এভাবেই কথা হতে থাকে প্রায় ১১ মিনিট। 


এরপর থেকে প্রায় দিনই হেনার সাথে আমার ফোনে কথা হতো। আর এর সাথে প্রাইভেট পড়তে গিয়ে  সরাসরি দেখা কথা দুটোই হতো। কিন্তু আগের চেয়ে অনেক বেশি, আর এই কথা বলার নেশা দিন দিন যেন  বেড়েই চলেছে। আর এভাবেই চলতে থাকে,

 আমার আর হেনার গল্প।



Tags: ভালোবাসার ছোট গল্প,রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী,আবেগি ভালোবাসার গল্প,ভালোবাসার কষ্টের গল্প কাহিনী,Breakup love story Bangla,Bangla Love Story Shayari,Sad love story bangla,Breakup love Story Bangla 

আমাদের আরও একটি সাইট; WeBangali.com