Saturday, April 17, 2021

বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন -bd express | বিডি এক্সপ্রেস

বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন bd-express.top
বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন

বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন


বোকা লোক বা যে লোক কিচ্ছু বুঝে-ও বুঝে না। 
আর এমন লোকদের চেনার কিছু উপায়, নিচে দেওয়া হলো। 

বোকা মানুষ চেনার প্রথম লক্ষন

আপনি কি জানেন বোকা লোকদের প্রথম এবং সব থেকে বড় লক্ষণ হলো, একই কাজ বারবার করা কিন্তু প্রতিবার নতুন কিছু ফল পাবার আশা করা । আপনি কি এরকম কাউকে চেনেন ? যে প্রতিবার পরিক্ষার রুটিন দেওয়ার পর পরীক্ষা শুরু হওয়ার আগে শেষের তিন চার দিন খাওয়া ঘুম সব উড়িয়ে দিয়ে, দিন রাত করে ভালো রেজাল্ট করার চেষ্টা করে । আর এই সময়ই প্রতিবার সে এটা প্রতিজ্ঞা করে যে, পরের বার সে একদম বছরের শুরু থেকেই একটু একটু করে রোজ পড়বে, যাতে শেষ মুহূর্তে এসে তাকে নাকে, মুখে এক করে পড়তে না হয় । কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর, পরের বছর আবার সেই অবস্থায় রয়ে যায়। সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর পর । সেই আবার রুটিন দেওয়ার পর শেষে তিন চার দিন খাওয়া ঘুম উড়িয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করা । 

বোকা মানুষ কাকে বলে ? 

সে কিন্তু নিজেও জানে যে এভাবে শেষে তিন চার দিন পরে ভালো রেজাল্ট করা যায় না । তার জন্য সারা বছর একটু হলেও নিয়মিত পড়তে হয় । কিন্তু তবু বোকার মতো বার বার সে একই কাজ করে চলে । কিন্তু প্রতিবার নতুন ফল আশা করে । আচ্ছা আপনি কি এরকম কাউকে চেনেন ? যে কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়া অচেনা কারোর সাথে দিনরাত এক করে চ্যাটিং করতে করতে তার প্রেমে পরে গিয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে শুরু করে । আর তারপর কিছুদিন পর যখন তার সেই স্বপ্নটা ভেঙে যায় তখন সে বুঝতে পারে , যে হুট করে অচেনা একজন মানুষকে বিশ্বাস করে তাকে নিয়ে এত কিছু ভেবে ফেলাটা ঠিক হয়নি । কিন্তু কয়েকদিন পর আবার সেই একই কাজ করে চলে । আবার নতুন একজন জোটে, আর সেভাবে, এবার সেরকম কিছু হবে না । কিন্তু আগের মতোই কিছু হয় ।


 কিন্তু তবু সে নিজেকে শুধরে নিতে পারে না । 

অর্থাৎ বোকার মতো বার বার সে একই কাজ করে চলে । কিন্তু প্রতিবার নতুন ফল আশা করে । 


দ্বিতীয় লক্ষণ, বোকা লোকদের চেনার উপায় বা লক্ষন

 বোকা লোকদের দ্বিতীয় সব থেকে বড় লক্ষণ হলো সকল 

ক্ষেত্রেই বলে যে৷, আরে ভাই আমার সব জানা আছে । আপনি কি এরকম কাউকে চেনেন ? যেমনঃ আপনি পৃথিবীর যে বিষয় নিয়ে কিছু বলতে যাবেন না কেনো সে আপনাকে এরকম একটা হাফ ভাব দেখাবে যে , সেই বিষয়ে অলরেডি আপনার থেকে অন্তত বেশি জানে । উদাহরণ স্বরূপ বলতে,  একজন লোক হয়তো তার টাকা পয়সা বাজে ভাবে খরচ করে । আর তাই ইনভেস্ট করার ভালো কোনো একটা শেয়ার মার্কেট খুঁজছে । কিন্তু সে শেয়ার মার্কেট সম্পর্কে কোনো ধারণায় নেই। 

আপনি তাকে সাহায্য করার জন্য যদি তাকে কিছু বলতে গেলেন , এবার সে কিন্তু শেয়ার মার্কেটের ব্যাপারে কোন বই পড়া তো দূরে থাক শেয়ার মার্কেট কিভাবে কাজ করে  ? সেই ব্যাপারেও পরিষ্কারভাবে জানে না ।  কিন্তু আপনি কিছু বলার আগেই সে বলতে শুরু করে আরে আমি এই টা জানি ঐ টা জানি। আমায় শেখানো লাগবে না, কোনো সাহায্য করা লাগবে না । নিজের চক্রায় নিজে তেল দেও। 


কারা বা কোন মানুষ বোকা ? 

সত্য কথা এটাই যে, ষোল আনা যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার মধ্যে আপনি কখনো অহংকারের লেশমাত্র খুঁজে পাবেন না । কারণ যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে জানে যে তার জ্ঞান আসলে কতটা সীমিত ।  ঠিক এই কারণেই স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন যে, " আমি যা জানি তা যদি আকারে একটা জলবিন্দুর সমান হয় তবে, আমি যা জানি না তা হল আকারে সমুদ্রের সমান "।  


বোকা লোক চেনার তৃতীয় লক্ষণ

 বোকা লোকদের তৃতীয় লক্ষণটা হলো, প্রশ্ন না করে অন্ধের মতো বিশ্বাস করা । এমন লোকদের যে যা বলে সে এক কথায় বিশ্বাস করে নেয় । কখনো প্রশ্ন করে একটা সত্যতা যাচাই করার কষ্ট করে দেখে না । উদাহরণ স্বরূপ একজন লোক সে হয়তো দাড়ি না গজানোর সমস্যায় ভুগছে । তো তাকে কেউ একটা বললো যে এই তেলটা ব্যবহার করলে মাত্র এক সপ্তাহে দাড়ি গজিয়ে যাবে ।  আর সেও সাথে সাথে তেল কিনে নিয়ে এসে ব্যবহার শুরু করে দিলো । তেলটা কেনার আগে তেলটার গায়ে যে কিছু  লেখা আছে মানে তেলটা যে,  কি কি দিয়ে তৈরি সেগুলো আদৌ দাড়ি গজাতে সাহায্য করে কিনা তার কোনো scientific evidence আছে কিনা এসব কিছু জানার জন্য সামান্য উপযুক্ত প্রমাণ করার কষ্ট টুকুও সে করলো না । 


কোন মানুষ বোকা কিছুই বুঝে না

কেউ একজন বলল আর সাথে সাথে অন্ধের মত বিশ্বাস করে ব্যবহার  শুরু করে দিল । আর এক সপ্তাহ পরে তার দাঁড়ি হয়তো গজালো না, কিন্তু মুখে গোটা গোটা  ব্রণ ঠিক গজিয়ে গেল । বা তার কোন  বন্ধু এসে হয়তো তাকে বুদ্ধি দিল এই প্ল্যাটফর্ম এ টাকা লাগা, ছয় মাসের মধ্যে  ডবল টাকা ফেরত পাবি ১০০% গ্যারান্টি।  আর সে তার বন্ধুর কথায় বিশ্বাস করে ঐ প্ল্যাটফর্ম এর ব্যাপারে কোনো কিছু না জেনে বা কোন খোঁজ খবর না নিয়ে, এমনকি অফারটার ডকুমেন্ট টাও একবারের জন্যও চোখ বুলিয়ে না পড়ে, সাথে সাথে নিজের কাছে জমানো যত টাকা ছিল সব টাকা সেই প্ল্যাটফর্ম টাতে ইনভেস্ট করল  ।  তারপর ছমাস পর জানতে পারলো টাকা ডবল তো দূরে থাক পুরো টাকা সহ প্ল্যাটফর্ম টি গুম হয়ে গেছে । 

আমাদের আরেকটি সাইটে পড়ুন;  অনুপ্রেরণার গল্প 

 এভাবে বোকার মতো নিজের সেই  বন্ধুর কথায় অন্ধের মত বিশ্বাস করে সে নিজের সমস্ত জমানো টাকা হারালো


যদি এই ব্লগ টি তোমার কাছে  ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেয়ার করতে ভুলবেন না।


আমাদের আরও একটি সাইট; WeBangali.Com

Previous Post
Next Post

post written by:

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. Contact Me facebook blogger

0 Comments:

⚠️ এমন কোনো মন্তব্য করবেন না যাতে, অন্য কোনো ব্যাক্তির সমস্যা হয়।