Tuesday, March 16, 2021

একটি সফলতা ও অনুপ্রেরণার গল্প Two Point Zero Motivation Website | অনুপ্রেরণার গল্প 2.0

  সফলতা ও অনুপ্রেরণার গল্প

সফলতা ও অনুপ্রেরণার গল্প
শিক্ষনীয় গল্প-উপদেশ মূলক গল্প

যুব শক্তির অনুপ্রেরণার গল্প

বন্ধু আর যাই কিছু হোক না কেন কোনদিন ভয় পাবে না।  যদি ভয় পেয়ে একবার তুমি পিছিয়ে আসো , তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই যখন তোমার মন দুর্বল হয়ে যাবে তখন এক বারের এই কথাটা একবার মাথায় আনবে ।  জো ডার-গায়া তো মার গায়া । 


সাহস এমন একটা জিনিস যেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । হ্যাঁ!!  সাহস এমন একটা জিনিস যেটা তোমার হারকে জয়ে বদলে দেবে । সাহস এমন একটা জিনিস যেটা তোমার অসফলতাকে সফলতায় বদলে দেবে । আর যদি তুমি একবার ভয় পেয়ে যাও , তাহলে তোমার সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে ।

 বস তুমি কি জান , ভয় তোমাকে ভাঙতে শেখায় আর সাহস তোমাকে গড়তে শেখায় । আর এই ভাঙা-গড়ার মাঝখানে দাঁড়িয়ে আছো তুমি । তাই তোমাকেই ডিসাইড করতে হবে যে , তুমি পিছিয়ে আসবে নাকি এগিয়ে যাবে ? আর যদি পিছিয়েই আসতে হয় , তাহলে বাঘ যেমন শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য পিছিয়ে আসে ঠিক তেমনই পিছিয়ে আসো । 


কিন্তু তারপর যখন ঝাঁপিয়ে পড়বে , তখন যেন সমস্ত কিছু তোমার হাতের নাগালের  মধ্যে চলে আসে । মনে রাখবে৷,  জীবন কিন্তু একটা আর এই জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না ।  যে সময় আজকে চলে যাচ্ছে সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। বা আমাদের লাইফে কোনো বাটানো নেই যে আমরা সেটাকে ইউজ করে আবার সবকিছু একদম শুরু থেকে নতুন করে শুরু করতে পারবো ।  তাই ভয় না পেয়ে এগিয়ে এসো ।  সাহসকে পাশে নিয়ে শুরু করে দাও । তোমার লড়াই ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ সফলতার দোরগোড়ায় তুমি পৌছতে পারছো । 


শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প

তুমি একবার হারবে দুবার হারবে তিনবার হারবে কিন্তু বারবার চেষ্টা করার পর , একবার তুমি জিতবেই জিতবে । সব সময় মাথায় রাখবে বন্ধু, জীবন কোন ভাগ্যের খেলা নয় , জীবন কর্মের খেলা । যেমন কর্ম করবে ঠিক তেমনি ফল পাবে । ভাগ্যের দোহাই না দিয়ে কাজ করতে শুরু করে দাও ।  তারপর যখন তুমি সেই কাজের যোগ্যতা অর্জন করবে তখন আল্লাহ বা ভগবান তোমার সফলতা গিফট  হিসাবে তোমার হাতে তুলে দেবে । তখন তুমি তোমার বিজয় এর ট্রফি  নিয়ে রোড শো করবে।   যদি তুমি এখন একজন পরাজিত ব্যাক্তি হয়ে থাকো তাহলে ভয় পেয়ো না । শুধু মনে মনে সাহস রেখে প্রস্তুতি নিতে থাকো এবং নিজেকে কথা দাও ,

 যে ভালো সময় আসতে চলেছে আর এই ভালো সময় আমি নিয়ে আসবো । তো বস শুধু নিজেকে একবার হিরো মনে করে দেখো ।  দেখবে আশে পাশের মানুষ গুলো মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে।  আর যদি তুমি আজকে নিজেকে জিরো মনে করো তাহলে আশে পাশের মানুষ গুলো হিরো হয়ে  ঘাড়ের উপরে চাপবে । 


 তাই বলবো সব কিছু  তোমার উপরে নির্ভর করে আছে । তুমি একবার চেষ্টা করে দেখলে সব কিছুই সম্ভব । তাই সমস্ত ব্যথা , যন্ত্রণা , দুঃখ , হার , পরাজয় সবকিছু বুকের মধ্যে চেপে রেখে আবারও নতুন সকালের পিছনে ছুটে চলো । একদিন দেখবে ঠিকই সফলতা তোর হাতের নাগালের মধ্যে নিমিষেই চলে আসবে। তো বন্ধু আর দেরি না করে ঝাপিয়ে পর তোমার লক্ষ্যের দিকে , আর এগিয়ে যাও সফলতার শিকরে। আর সব সময় মনে রাখবে যে পরিশ্রম করে সে কখনো হারতে পারে না।  হারে তো তারায় যারা পরিশ্রম না করে সুযোগ খুযে বেড়াই। এখন তুমি যদি এমন হয়ে থাকো তাহলে এখনই নিজেকে পরিবর্তন করে ফেলুন। নয়তো পরবর্তীতে আপনার নিজের - ই  ক্ষতি হয়ে যাবে। 


 এই ব্লগ সাইটেরর  পক্ষ থেকে অনতর, বন্ধু হিসেবে তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, শুধু এই ব্লগ টি তোমার বন্ধুদের মাঝে  শেয়ার করে দিও । আর কমেন্ট বক্স এ লিখতে ভুলো না আপনার স্পেশাল মন্তব্য। 


Tags: Positive stories bangla, Motivational story in bengali, Success story in bengali, Positive story in bengali, Educational story in bengali, Failure story in bengali, Bangla motivation, যুব শক্তির অনুপ্রেরণার গল্প, সফলতা ও অনুপ্রেরণার গল্প, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প, শিক্ষনীয় গল্প, উপদেশ মূলক গল্প

আমাদের আরও একটি সাইট ; WeBangali.Com

Previous Post
Next Post

post written by:

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. Contact Me facebook blogger

1 comment:

  1. You have written a useful content that is so much beneficial to all I am also benefited with that content. Keep writing You can also visit my site and give me support. Thanks...Viralnewsbd.com

    ReplyDelete

⚠️ এমন কোনো মন্তব্য করবেন না যাতে, অন্য কোনো ব্যাক্তির সমস্যা হয়।