Thursday, January 14, 2021

কুষ্টিয়ার YouTube গ্রাম Around me BD/ Kushtia latest news bd-express.top

কুষ্টিয়ার খবর-Kushtia Latest News

আরও পড়ুন; উপদেশ মূলক গল্প

Kushtia latest news - YouTube gram
কুষ্টিয়া নিউজ | Kushtia News


 আজ আমরা কথা বলব এমন একটা গ্রাম নিয়ে যার নাম ইউটিউব  গ্রাম। এটি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমু-লিয়া নামক গ্রাম।বর্তমানে শিমু-লিয়া গ্রামটি ইউটিউব গ্রাম নামে পরিচিত।এবং সেখানে দূর দুরান্ত থেকে এবং  বিভিন্ন দেশ-বিদেশের পর্যটক  তাদের গ্রাম টি দেখতে আসে। 

Update News Kushtia

আরও পড়ুন ; ভালোবাসার গল্প


 আপনি কি জানেন কেন এই গ্রামটির নাম ইউটিউব হয়েছে ? কারণ _এই গ্রামে দুইটি ইউটিউব চ্যানেল আছে।এর মধ্যে  Around Me BD  চ্যানেল টি অন্যতম।  এবং তার মাধ্যমে সকল গ্রামের মানুষের জীবনেরর কিছু আনন্দ ময় মুহূর্ত সারা বিশ্বের কাছে পৌঁছে দিছে।এই ইউটিউব  চ্যানেল টির সাথে জরিয়ে আছে তার নিজ গ্রামের প্রায়  ৪০ জন মানুষ বা ইউটিউব চ্যানেলটির ককর্মচারী।আর  এই আনন্দময় মুহূর্ত গুলো কে ভিডিও এর মাধ্যমে  ধারন করে প্রায় ৫ জন ক্যামেরা ম্যান।

Kushtia Latest News


এছাড়াও এখানে রান্না করার জন্য ১৬ জন মহিলা  কর্মরত আছে তারা  নিয়মিত বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করে সবার মাঝে পরিবেশন  করে থাকে। এবং তাদের সম্মানি হিসেবে ৪ হাজার টাকা মাসিক সেলারি দেওয়া হয়।এদের মধ্যে অনেক টা মিল আছে। কারণ তারা একই রকমের পোশাক পরে তারা কাজ গুলো করে থাকে। এবং এই ১৬ জন মহিলা কর্মচারী তাদের পরিবারের সকল কাজকর্ম সেরে কিছু সময় ব্যয় করে Around Me BD চ্যানেলের হিসাবে কাজ করে থাকে।

আরও পড়ুন; ভালোবাসার গল্প

AroundMe BD YouTube 

প্রকৃত পক্ষে এই যে, গ্রামটির যে ২ টি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল টি থেকে যে পরিমাণ টাকা ইনকাম হয় প্রায় সবই গ্রামের মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয় ।এই ভাগ টা হচ্ছে এমন যে,গ্রামের কোনো বয়সক লোকের ঔষধের প্রয়োজন হলে ইউটিউব থেকে উপার্জনকৃত টাকা দিয়ে সেই ব্যাক্তির জন্য ঔষুধ ক্রয় করা হয়।এছাড়াও গ্রামে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে প্রায়  দুই থেকে তিন দিন বিভিন্ন খাবার এক সাথে অনেক জনের জন্য রান্না করে পরিবেশন করা হয়ে থাকে। 


আরও পড়ুন; না বলা ভালোবাসার গল্প

Kushtiar khobor


মুলত এই ইউটিউব চ্যানেল টি গ্রামের মানুষের ঐতিহ্য ও সাংস্কৃতিক কে বাচিয়ে ও সারা বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেয়। তারা সাধারণত পুরো গ্রামের মানুষের জন্য বিভিন্ন ধরনের গ্রাম্য খাবার এক সাথে রান্না করে।এবং রান্না কৃত খাবার গ্রামের ধনী-গরিবের সাথে এক সংগে বসে সবাই মিলে মিশে সবাই খেয়ে থাকে।প্রকৃত পক্ষে এই যে, সেখানে  কোনো রকমের ধনী-গরিব ও ছোট বড় ভেদাভেদ করা হয় না।

আরও পড়ুন পড়ুন; হাইস্কুলের প্রেমের গল্প

Ad2

আর এই খাবার রান্না করা ও সবার মাঝে পরিবেশন করার ভিডিই তৈরি করে ইউটিউবে প্রকাশ করা হয়।এবং এর  মাধ্যমে প্রতি মাসে একটা মোটা  অংকের টাকা পেয়ে থাকে এই চ্যানেলটির মালিক। আর এই মালিক সে সকল টাকা দিয়ে গ্রামের মানুষের সুখ টা আরও পড়ুন; Bangla Love শতর‍্য


আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আরেক টি কথা না বললেই না যে,এর মাধ্যমে অনেক গৃহীনি তার কর্মসংস্থান পেয়েছে। যার মাধ্যমে তাদের পরিবারের সকল অভাব অনটন দূর করতে পারছে।এবং বেকার যুবকদেরও তাদের কাজের জন্য সংস্থান পেয়েছে। যার মাধ্যমে যুবকরা বেস একটা  সেলারি পেয়ে থাকে।এবং অনেক ভালো ভাবে হাসি খুশিতে তাদের  দিন গুলো কেটে যায়।


Khobor Kushtia - খবর কুষ্টিয়া


এর ফলে গ্রামের মানুষের একে অন্যের প্রতি সকল  ভেদাভেদ বাদ  দিয়ে সবাই একসাথে মিলে মিশে শান্তির সাথে জীবন যাপন করতে পারচ্ছে।একে উপরের পাশে দাড়াতে পারছে। 


আরও পড়ুন ; রাজশাহীর ভ্রমণ কাহিনী

Previous Post
Next Post

post written by:

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. Contact Me facebook blogger

0 Comments:

⚠️ এমন কোনো মন্তব্য করবেন না যাতে, অন্য কোনো ব্যাক্তির সমস্যা হয়।